Posted By

DUET admission Guide, Mechanical

Education 26

  • ওয়েল্ডিং বলিতে কি বুঝ? উহার সুবিধা অসুবিধা গুলি লিখ।

উত্তরঃ একই ধাতুর তৈরী দুটি অংশ বা দুটি বস্তুকে গলিত বা অর্ধগলিত অবস্থায় চাপে প্রয়োগে অথবা চাপ প্রয়োগ ছাড়া স্থায়ী ভাবে জোড়া দেবার পদ্ধতিকে ওয়েল্ডিং বলে।

ওয়েল্ডিং পদ্ধতির সুবিধাঃ

১। জটিল গঠনের যন্ত্রাংশ মেরামতের কাজ বা জোড়া দেওয়ার কাজ যা অন্য পদ্ধতিতে সম্ভব নয় তা ওয়েল্ডিং পদ্ধতিতে করা যায়।

২। ইহাতে যে সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলো সহজে স্থানান্তর যোগ্য এবং তেমন ব্যয়বহুল নয়।

ওয়েল্ডিং পদ্ধতির অসুবিধাঃ

১। ওয়েল্ডিং পদ্ধতিতে ক্ষতিকারক আলোক রশ্মির বিকিরণ ঘটে যা অপারেটর এবং অন্যান্যদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

২। ওয়েল্ডিং জোড়া অমসৃন হয়ে থাকে।        

৩। জোড়ার ভিতর আভ্যন্তরীন ষ্ট্রেস সৃষ্টি হয়। 

৪। দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।

               

 

Topics: সিলিন্ডার কালার দেখে রেফ্রিজারেন্ট চেনার উপায়।

DUET admission Guide, Mechanical

Login to comment login

Latest Jobs