Posted By

ইসলাম অর্থ কি

Education 114

ইসলাম শব্দের অর্থ কি

ইসলাম শব্দের অর্থ হলো শান্তি

হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন---,আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি-- "অবশ্যই অবশ্যই পৃথিবি ততদিন ধবংস হবে না,যতদিন না মানুষ পাচটি শাষকের দেখা পাবে। যারা আল্লাহর দ্বীনকে যুক্তি করে ধ্বংস করতে চাইবে। আর তারা পাচ শাষকই এক সাথে পৃথীবিতে উপস্থিত থাকবে। আমি(আবু হুরায়রাহ) বললামঃ""হে আল্লার রাসূল (সাঃ)! সে পাচ জনের পরিচয় কী? তিনি বললেনঃ [1]তাদের এক জন এই প্রবিত্র ভুমিতে আসবে।যার নাম হবে আমার নামের মতো।(মুহাম্মাদ). সে আরবের দ্বীনকে হাস্যকর বানাবে।আর অভিশাপ্ত জাতিকে বন্ধু বানাবে। [2] দ্বিতীয় সে বিশ্ব শাষক হবে।আর মুসলমানদের নিয়ে ষড়যন্তে লিপ্ত থাকবে। [3]তৃতীয় জন হিন্দুস্থানের বদশা,সে বন্ধু অঞ্চলের মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে। [4].চতুর্থ জন,,- হিন্দুস্থানের দ্বীতিয় বাদশা।যে মুসমানদের হত্যার শপথ নিয়ে শাষন খমতায় যাবে।আর মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে পড়বে। এবং [5] পঞ্চম -হলো,একজন নারী শাষাক,সে শাষন খমতা হাতে পেয়ে বা'আল দেবতার ইবাদত বৃদ্ধি করবে।আর মুশরিকদের বন্ধু রুপে গ্রহণ করবে।আর মুসশমানদের হত্যা করবে। অথচ সে হবে মুসলমান। তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের এক দূর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্ত ঘটাবে এবং মুমিনদের বড় বিজয় আনবে। (কিতাবুল আক্বিব,হাদিছঃ১৭২, আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,১৭৫) ________________________ হাদিছের ব্যাক্ষাঃ((১)) আল্লাহু আকবার! দেখুন আজ থেকে সারে ১৪ শত বছর পুর্বে বলা রছুল ছাঃ এর ভবিৎষ্যত বানি আজ বাস্তবে রুপ নিলো। মুহাম্মাদ ছাঃ বলেছেন, ৫ জন শাষক আসবে। যারা যুক্তি করে ইসলাম কে ধ্বংস করতে চাইবে। আর আল্লাহর রছুল ছাঃ তাদের পরিচয়ও দিয়েছেন। ১))))প্রথম জন হবে সৌদি আরবের শাষক।আর তার নাম হবে নবীজির নামের মতই। আর সে ইসলাম কে, পৃথীবির মানুষের কাছে হাস্যকর করে তুলবে। বুঝে ফেলেছেন নিশ্চই সেই শয়তান কে?? হ্যা বন্ধুরা হাদিছে বর্নিত সেই শয়তান হলো বর্তমান সৌদির প্রিন্স "মুহাম্মাদ বীন সালমান". তার কর্মকান্ড অজানা নয় কারোই। নবীজির দেশে সিনেমা হল, হালাল ক্লাব,সহ নারীদের উন্নয়নের নামে,তাদের রাস্তায় নামালো,এই প্রিন্স মুহাম্মাদ। আর হাদিছে বলা আছে,সে অভিশপ্ত জাতীকে অর্থাৎ, ইহুদী খ্রীষ্টান দের বন্ধু বানাবে। আর তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে।প্রিন্স মুহাম্মাদ ডোনাল ট্রাম্পের সাথে বড় বন্ধুত্বের সম্পর্ক রেখেছে, তাছাও মোদীকে সে সম্মাননা দিয়েছে।

Topics: islam word muslim ইমান শান্তি ধর্ম

ইসলাম অর্থ কি

Login to comment login

Latest Jobs