Posted By

বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি

Education 33

বাংলাদেশের  প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি:

 

কাজী নজরুল ইসলাম কতবার ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন?

 উঃ ৫ বার।

 

রবীন্দ্রনাথ ঠাকুর তার কতটি নাটকে অভিনয় করেছেন?

 উঃ ১৩টি।

 

রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?

 উঃ ২ বার।

 

আলোর শহর বলা হয় কাকে?

 উঃ প্যারিস।

 

বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?

 উঃ হিব্রু।

 

বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

 উঃ ব্রাক অন্বেষা।

 

নদীয়া এর বর্তমান নাম কী?

 উঃ কুষ্টিয়া।

 

বরিশালের পুরাতন নাম কী?

 উঃ চন্দ্রদ্বীপ/বাকলা/ইসমাইলপুর।

 

অং সান সু চির পদমর্যাদা কী?

 উঃ স্ট্রেট কাউন্সিলার।

 

সবচেয়ে বেশি সংখ্যক লোকের মুখের ভাষা কোনটি?

 উঃ মান্দারিন

 

Topics: বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি

বাংলাদেশের  প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি

Login to comment login

Latest Jobs