Posted By

আন্তর্জাতিক নদ নদী বিষয়ক কয়েকটি তথ্য

Education 7

আন্তর্জাতিক নদ নদী বিষয়ক কয়েকটি তথ্য:

 

১. বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি?

 উত্তরঃ ট্রান্স- সাইবেরিয়ান রেলপথ।

 

২. বিশ্বের দীর্ঘতম খালের নাম কি?

 উত্তরঃ গ্র্যান্ড খাল।

 

৩. বিশ্বের দীর্ঘতম যুদ্ধের নাম কি?

 উত্তরঃ শতবর্ষব্যাপী যুদ্ধ (ফ্রান্স ও বৃটেন)।

 

৪. বিশ্বের দীর্ঘতম প্রণালির নাম কি?

 উত্তরঃ তাতার প্রণালি।

 

৫. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি?

 উত্তরঃ কক্সবাজার সমুদ্র সৈকত।

 

৬. এককভাবে বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?

 উত্তরঃ নীলনদ।

 

৭. যৌথভাবে বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?

 উত্তরঃ মিসিসিপি -মিসৌরি

 

৮. বিশ্বের দীর্ঘতম প্রাচীরের নাম কি?

 উত্তরঃ চীনের মহাপ্রাচীর।

 

৯. বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি?

 উত্তরঃ হামিং বার্ড।

 

১০. বিশ্বের ক্ষুদ্রতম নদীর নাম কি?

 উত্তরঃ রো নদী।

 

১১. ক্ষুদ্রতম মহাদেশের নাম কি?

 উত্তরঃ ওশেনিয়া।

 

১২. ক্ষুদ্রতম গ্রহের নাম কি?

 উত্তরঃ বুধ।

 

১৩. ক্ষুদ্রতম রাত কোনটি?

 উত্তরঃ ২১ জুন।

 

১৪. ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি?

 উত্তরঃ উত্তর মহাসাগর।

 

Topics: আন্তর্জাতিক নদ নদী বিষয়ক কয়েকটি তথ্য

আন্তর্জাতিক নদ নদী বিষয়ক কয়েকটি তথ্য

Login to comment login

Latest Jobs