বাংলাদেশে চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানঃ
বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৫ সালে
জাপানের পার্লামেন্টের নাম কী?
উঃ ডায়েট
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উঃ কামরুল হাসান
"হালদা ভ্যালি" কোথায় অবস্থিত?
উঃ খাগড়াছড়ি
"বঙ্গভঙ্গ" রদ হয় কত সালে?
উঃ ১৯১১ সাল
আফগানিস্তানের প্রধান ভাষা কী?
উঃ পশতু
"বাঙ্গালাহ্" নামের প্রচলন করেন কে?
উঃ ইলিয়াস শাহ্
আরব লীগের সদরদপ্তর কোথায়?
উঃ কায়রো
বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিক কী?
উঃ শাপলা
বার্ডের (BARD) প্রতিষ্ঠাতা কে?
উঃ আখতার হামিদ খান
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৯৮৩ সাল
অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?
উঃ এ. কে. ফজলুল হক
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বিশ্বে কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি?
উঃ কুয়েতি দিনার
"বৌ চি" কিসের নাম?
উঃ খেলার নাম
"ভোজ বিহার" কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লায়
Login to comment Login
You're not logged-in.