Posted By

আমার বাংলাদেশ

Education 26

আমার বাংলাদেশ  

      আব্দুল হান্নান

 আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ
             আমার মায়ের দেশ।

  ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত ভেজা ভুমি,

  সব হারানোর আর্তনাদের শান্তনা ওগো তুমি।

  তুমিই আমার জীবন মরন তুমিই আমার শেষ।ঐ

 লাল সবুজের ঐ পতাকায় রয়েছো মাগো তুমি,  

রক্ত ফুড়ে উঠছে দেখো আমার জন্মভূমী,
 

গাছ গাছালী পাখ পাখালী ভরা আমার দেশ।ঐ

  এই দেশেরই আকাশে বাতাসে শান্তি অবিরত,  

এই দেশেরই মায়ের আঁচলে শান্তি সুধা যত,  

ছায়ায় ভরা দেশ আমার মায়ায় ভরা দেশ।ঐ

 ধন্য আমি ধন্য তুমি ধন্য এ ধরনীর পুষ্পবন।  

জীবন মরন তোমার চরনে করি ওগো সমর্পন,

 তোমার বুকে মাথা রেখে ভূলি কষ্ট ক্লেশ।ঐ
 

ষড় ঋতুই ঘেরা আমার মায়ের বদন স্মৃতি,

 আঁধার ঘরে উঠলো জ্বলে আমার মায়ের জ্যোতি
জ্ঞানী গুনিই ভরা আমার সোনার বাংলাদেশ ।ঐ v 

Topics:

আমার বাংলাদেশ

Login to comment login

Latest Jobs