Posted By

সহানুভূতি

Health 16

আবারো রক্তের অভাবে জীবন-মরন যুদ্বে হেরে গেলেন এক বোন! ???? 

 

সেই বোনের জন্য রক্তের জন্য কতজন কে কল দিয়ে হয়রান হয়েছি সেটি একমাত্র উপর ওয়ালা জানেন । 

কতজনের কত রকমের বাহানা শুনলাম, আহারে....! 

#১ আমি চট্রগ্রাম যাচ্ছি । পারবোনা । কাল সকালে দোকান খুলতে হবে । 

আমি বললাম, ভাই ইমাজেন্সি দরকার, তাতেও পারবেনা ?

- দুনিয়ার সার্থে আজ এই মানুষটি অন্ধ । অথচ উনার রক্তের সাথে মিল অন্য একজন মানুষ হসপিটালের অপারেশন বেডে কস্ট পাচ্ছে । 

#২ ভাই আমি একটু পর ঢাকা যাচ্ছি, এখন আর সম্ভব না। #৩ ভাই আমার সর্দি জ্বর। 

#৪ ভাই আমার এক সপ্তাহ পর পরিক্ষা । 

#৫ ভাই আসতে পারবোনা । অনেক দূর ... 

#৬ ভাই টাকা ৫০০০ হাজার বিকাশ করেন । 

#৭ ভাই ভয় লাগে । 

#৮ ভাই অন্য কোথাও দেখেন । 

#৯ ভাই আমার আত্বিয়ের জন্য আগামি মাসে লাগতে পারে, এখন দিলে পরে আর ওদের দিতে পারবোনা । 

#১০ ভাই আমার গার্লফ্রেন্ডের পরিবারের লাঘতে পারে, আর তখন আমি রক্ত দিলে, আমাদের সম্পর্ক ওরা মেনে নিবে ।

 

 

???? আফসোস, অসুস্থ বোনটির এমন বিষ মাখানো ধনুকের তিরের কথা আর সহ্য করতে পারেনি, চলে গেলেন পরপারে... রেখে গেলেন তিনটি অবুঝ বাচ্চা ।  

 

???? ভাই দেখেশুনে চট্রগ্রাম যান best of luck 

???? ভাই ভাল করে পরিক্ষা দেন। 

???? ভাল করে প্রেম করুন।  

???? ভাই আপনার সুস্থতা কামনা করি। 

???? আজ আমি নিজেও নিজের কাছে লজ্জিত কারন আমিও এদের মত মানুষ....❗ 

Topics: #জীবন যুদ্ধ #অসহায় বোনটি আমার #রক্তের আহাজারি #মানবতা #রক্ত দান

সহানুভূতি

Login to comment login

Latest Jobs