Posted By

যে পাতা কিডনির পাথর গলাতে সাহায্যকরে।

Health 7

তুলসী আমাদের সবার পরিচিত একটি ঔষধিগাছ। এ গাছের পাতায় বহু রোগ সারানোর উপকারি গুণ রয়েছে।তুলসী পাতার রস বা চা প্রতিদিন একগ্লাস করে পান করলে, আমাদের কিডনিতে পাথর হওয়ার আশংকা কমে যায়। 

আর যদি কিডনিতে পাথর জমে তাহলে তুলসী পাতার রস টানা ৬ মাস পান করলে সেই পাথর গলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এছাড়া সর্দি, কাশি, কৃমি, প্রস্রাবে জ্বালা কমায়, হজমকারক ও কফ গলাতে দারুন কাজ করে তুলসী পাতা। এটি ক্ষত সারাতে এন্টিসেপটিক হিসেবেও কাজ করে।

 

তুলসিপাতা দিয়ে চা ও মিশ্রণ তৈরির কয়েকটি প্রস্তুত প্রণালী নিম্নে দেয়া হলো  

উপকরণ : দুই কাপ পানি ও কয়েকটি পাতা। 

প্রস্তুত প্রণালী : একটি পাত্রে দুই কাপ পানি নিন। এর সঙ্গে কয়েকটি তুলসিপাতা সিদ্ধ করুন। ফুটে উঠলে নামিয়ে পান করতে পারেন। এই মিশ্রণটি গলা ব্যথা ও খুসখুসে কাশি কমিয়ে আপনাকে আরাম দেবে। 

তুলসী-চা  উপকরণ ও প্রনালী : ১০-১৫টি তুলসীপাতা, গুড়, পানি ও লেবুর রস একসাথে মিশিয়ে সিদ্ধ করুন। কসুম গরম অবস্থায় নিয়মিত পান করুন। কিডনি সমস্যায় ইনশাল্লাহ ভালো ফল পাবেন।

Topics: কাশি কৃমি প্রস্রাবে জ্বালা কমায় কিডনি

যে পাতা কিডনির পাথর গলাতে সাহায্যকরে।

Login to comment login

Latest Jobs