Posted By

জানির আহম্মেদের কবিতা

Education 13

ঝটপট

জানির আহমেদ

(মোস্তাফা জব্বার এর বিজয় কী-বোর্ড অবলম্বনে)

 

কী-বোর্ডে ফিংগারিং করলে স্বল্প-শ্বাসে অল্পপ্রাণ,

মাউস যোগাযোগে কার্সর অনুরাগে

স্বর-ব্যাঞ্জন বর্ণ  হ্রস্বপ্রাণ ।

 

শিফ্ট টিপে ফিংগারিং করলে দীর্ঘ-শ্বাসে মহাপ্রাণ,

ঝর্ণা যোগাযোগে স্পেইস বেগাবেগে

স্বর-ব্যাঞ্জন বর্ণ দীর্ঘপ্রাণ ।

 

ঘোষবর্ণে আর অঘোষবর্র্ণে জানির ঘটায় মিলন-কর্ম,

জি-লিংক বর্ণযোগে নিশি-দিবাভাগে

লিপি-ফলায় যুক্তবর্ণ।

 

সপÍাকাশে স্বর্গবাসে আর্যের কাঁধে চন্দ্রবিন্দু,

দুঃখের বিসর্গ বয় হঠাৎ নেত্রকোণায়

অশ্রু ভাসায় মহাসিন্ধু।

 

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য,

কম্পিউটার প্রযুক্তি এ প্রজন্মের শক্তি

জীবন প্রণালী সুবর্ণ ।

উঁয়ো যডোপটো চজোহগো ড-এ বিন্দু,

বাঙলায় যডোপটো ঝটপট টপাটপো

চর্যাপদে হওগো সিন্ধু ।

 

রি-কার উইয়া হসন্ত বকোতদো সেমিকোলন,

বৃন্দাবনে ভূঁইঞা হসন্তে হেলিয়া

বক্তৃতা দেয় ‘ভাষার ফোড়ন’ ।

 

র-ফলা ওয়েরনো সম কমা বিন্দু অবলিক,

দ্রাবিড়ও এ রণে চৌদ্দশত সনে

সাম্যের কম্পিউটার বিজয় চৌদিক ।

 

মোবাইল নং : ০১৭৭৯৮০৭৯৯৮

 

Topics:

জানির আহম্মেদের কবিতা

Login to comment login

Latest Jobs