এতো যে দিলে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
তবুও তো কাঁদলে দূর থেকে ভালোবেসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
এতো যে পোড়ালে বিরহের অনলে
এতো যে রাখলে দুচোখের আড়ালে
এতো যে পোড়ালে বিরহের অনলে
এতো যে রাখলে দুচোখের আড়ালে
তবু তো আসলে ফিরে এসে বিশ্বাসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
এতো যে ভাসালে দুচোখের জলে
এতো যে লুকালে স্মৃতির আতলে
এতো যে ভাসালে দুচোখের জলে
এতো যে লুকালে স্মৃতির আতলে
তবুও কি পারলে না এসে অবশেষে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
তবু তো কাঁদলে দূর থেকে ভালোবেসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
এতো যে দিলে তুমি বিষ ঢেলে নিঃশ্বাসে
Login to comment login