চারিদিকে অন্ধকার
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
শুনি হৃদয় গভীরে আহত শেষ প্রেম কেঁদে যায়
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
একাকী
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
ভেসে ভেসে যায় জোনাকিরা রাতেরি আঁধারে
পরে আছে সব স্মৃতিরা ব্যাস্ত এ শহরে
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
একাকী
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
অনুভবে পাই তোমার ছোঁয়া এখন আন্মনে
নিজেকে জরাই কখনো ভুল করে অজানা বাঁধনে
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
একাকী
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
শুনি হৃদয় গভীরে আহত শেষ প্রেম কেঁদে যায়
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
জেগে আছি এই রাতে এই রাতে নির্জনে
একাকী
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই
Login to comment login