আজ নামবে বৃষ্টি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেত বুঝিনি
বুঝিনা কি ভুল ছিল এই হৃদয় মাঝে
ভাবলে নাকি হবে আজ তুমি হীনা বেঁচে
স্বপনে আজ ব্যাথার ছায়া জানলেনা তুমি
স্বপনে আজ ব্যাথার ছায়া জানলেনা তুমি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেত বুঝিনি
পারিনা কিছুতে এই মনকে বোঝাতে
বদলে যে গেছ হাত কোন সুখের ভিড়ে
নয়নে আজ বিস্বাদই ছোঁয়া দেখলে না তুমি
নয়নে আজ বিস্বাদই ছোঁয়া দেখলে না তুমি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেত বুঝিনি
Login to comment login