মদ্ধবিত্ত
মদ্ধবিত্ত আমার এ মন
কি ভাবে ছোঁবে বল তোমার বিত্তশালী মন
অহঙ্কারে তুমি আছে প্রাচুর্য
আমি বিনয়ী অতি দরিদ্র
তোমার আমার মাঝে বাধার দেয়াল
ভাঙ্গবে কখোন
মদ্ধবিত্ত আমার এ মন
মদ্ধবিত্ত আমার এ মন
কি ভাবে ছোঁবে বল তোমার বিত্তশালী মন
অহঙ্কারে তুমি আছে প্রাচুর্য
আমি বিনয়ী অতি দরিদ্র
তোমার আমার মাঝে বাধার দেয়াল
ভাঙ্গবে কখোন
মদ্ধবিত্ত আমার এ মন
রাজ প্রাসাদে তোমারি বাস
আমার টিনের ঘরে
একটু না হয় ভালোবাসো
আমায় মিথ্যে করে
রাজ প্রাসাদে তোমারি বাস
আমার টিনের ঘরে
একটু না হয় ভালোবাসো
আমায় মিথ্যে করে
মিথ্যে টুকু সত্য ভেবে
ভাববো তোমায় আপন
মদ্ধবিত্ত আমার এ মন
কোন পাঁথরে বাঁধায় করা
তোমার হৃদয় বল
জান গো কেন কেমন করে তুমি
কিসের স্বপ্নে গলো
কোন পাঁথরে বাঁধায় করা
তোমার হৃদয় বল
জান গো কেন কেমন করে তুমি
কিসের স্বপ্নে গলো
স্বপ্ন দেখার লগ্নতে মন
বুঝবে না এখন
মদ্ধবিত্ত আমার এ মন
মদ্ধবিত্ত আমার এ মন
কি ভাবে ছোঁবে বল তোমার বিত্তশালী মন
অহঙ্কারে তুমি আছে প্রাচুর্য
আমি বিনয়ী অতি দরিদ্র
তোমার আমার মাঝে বাধার দেয়াল
ভাঙ্গবে কখোন
মদ্ধবিত্ত আমার এ মন
Login to comment login