অপরিচিতা
তুমি যেন কেমন হয়ে গেছ
কিছুটা অপরিচিত
এলোমেলো কি যেন ভাবো
হয়ে অগোছালো
তুমি কি এখনো আমার তুমি
নাকি অন্য কারো
তুমি যেন কেমন হয়ে গেছ
কিছুটা অপরিচিত
এলোমেলো কি যেন ভাবো
হয়ে অগোছালো
তুমি কি এখনো আমার তুমি
নাকি অন্য কারো
কত যে দীপ জ্বলা রাত জেগে
কত যে মৌন প্রহর মাঝে
হৃদয়ে লিখেছি তোমারি নাম
তুমি তা দুঃস্বপ্নে কালো মেঘে ঢেকে দিও না
কত যে তীর ভাঙা ঢেউ কেটে
কত যে জীর্ণ সময় ভুলে
আমি তো গেয়েছি তোমারি গান
তুমি তা অবহেলায় ধূসর রঙে মুছে দিও না
Login to comment login