জোৎস্না ভেজা
জোৎস্না ভেজা সুন্দরীরা সিক্ত শিশির ধারে
প্রিয়তমা তোমাকে এখন খুব বেশি মনে পরে
স্মৃতি গুলো এসে বলে তুমি যদি থাকতে পাঁশে
ছুটে বেড়াতাম দুজনে মিলে সারা রাত স্বপ্নে ভেশে
থাকতো যদি আকাশের গায় একটি আরও রঙ্গিন আকাশ
সেখানেও আমি তোমাকে নিয়ে সাজাতাম সুখের আভাশ
এই মনে হয় নেই কোন সুখ জমেছে নীরবতা
লাগছে ভালো শুধু তোমারই কথা
ক্লান্ত রাতে এই কল্পনাতে ছবি তুলি রঙ্গ তুলিতে
নির্জনতা বলে তখনি এসে আছো তুমি ঘুমেরি দেশে
থাকতো যদি আকাশের গায় একটি আরও রঙ্গিন আকাশ
সেখানেও আমি তোমাকে নিয়ে সাজাতাম সুখের আভাশ
থাকতো যদি আকাশের গায় একটি আরও রঙ্গিন আকাশ
সেখানেও আমি তোমাকে নিয়ে সাজাতাম সুখের আভাশ
থাকতো যদি আকাশের গায় একটি আরও রঙ্গিন আকাশ
সেখানেও আমি তোমাকে নিয়ে সাজাতাম সুখের আভাশ
থাকতো যদি আকাশের গায় একটি আরও রঙ্গিন আকাশ
সেখানেও আমি তোমাকে নিয়ে সাজাতাম সুখের আভাশ
থাকতো যদি আকাশের গায় একটি আরও রঙ্গিন আকাশ
সেখানেও আমি তোমাকে নিয়ে সাজাতাম সুখের আভাশ
থাকতো যদি আকাশের গায় একটি আরও রঙ্গিন আকাশ
সেখানেও আমি তোমাকে নিয়ে সাজাতাম সুখের আভাশ
Login to comment login