আহ্লাদি
তোমার কথায় সূর্য মামা উঠত ডুবত যদি
আমার জীবন অন্ধকারেই থাকতো শেষাব্ধি
তোমার কথায় সূর্য মামা উঠত ডুবত যদি
আমার জীবন অন্ধকারেই থাকতো শেষাব্ধি
তোমার আত্নীয় যদি হত ঘূর্ণি ঝড়
আমাকে তুমি উড়িয়ে দিতে হলে পাঁথর
তাই না আহ্লাদি
আমার জীবন ধুলোর সাথে মিশত শেষাব্ধি
তোমার প্রিয় বন্ধু যদি হত দমকা হাওয়া
আমাকে তুমি উড়িয়ে দিতে আর যেওনা পাওয়া
তোমার কথায় সূর্য মামা উঠত ডুবত যদি
আমার জীবন অন্ধকারেই থাকতো শেষাব্ধি
তোমার আত্নীয় যদি হত ঘূর্ণি ঝড়
আমাকে তুমি উড়িয়ে দিতে হলে পাঁথর
তাই না আহ্লাদি
আমার জীবন ধুলোর সাথে মিশত শেষাব্ধি
তাই না আহ্লাদি
আমার জীবন ধুলোর সাথে মিশত শেষাব্ধি
আমার জীবন অন্ধকারেই থাকতো শেষাব্ধি
তাই না আহ্লাদি
আমার জীবন নিখোঁজ হয়ে যেতে শেষাব্ধি
তাই না আহ্লাদি
Login to comment login