বেঁচে আছি আমি
বেঁচে আছি আজ জীবনটা নিয়ে
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
বেঁচে আছি আজ জীবনটা নিয়ে
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
কাঁদতে চাইনি কখনো
এই সুন্দর পৃথিবীতে
পাওয়া না পাওয়ার হিসেব
পারিনি যদিও মেলাতে
কাঁদতে চাইনি কখনো
এই সুন্দর পৃথিবীতে
পাওয়া না পাওয়ার হিসেব
পারিনি যদিও মেলাতে
আশা গুলো নিরাশা
দিয়ে যায় যন্ত্রণা
আশা গুলো নিরাশা
দিয়ে যায় শুধু যন্ত্রণা
জানিনা কিসের আশায়
পথ চলি অজানাতে
স্মৃতির পাখিরা যেনও
গেয়ে যায় গান আঁধার রাতে
জানিনা কিসের আশায়
পথ চলি অজানাতে
স্মৃতির পাখিরা যেনও
গেয়ে যায় গান আঁধার রাতে
আশা গুলো নিরাশা
দিয়ে যায় যন্ত্রণা
আশা গুলো নিরাশা
দিয়ে যায় শুধু যন্ত্রণা
বেঁচে আছি আজ জীবনটা নিয়ে
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
বেঁচে আছি আজ জীবনটা নিয়ে
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
এ আমার সুখ শুধু
এ আমার সান্ত্বনা
Login to comment login