কোথায় তুমি কোথায় আমি
কোথায় তুমি কোথায় আমি
এই আকাশের নিচে
এই আকাশের ভালোবাসা
কি বা আর এসে যায়?
তবু ভালোবেসেই যাবো তুমি আমি
কত কথা এ বুকে আমার
বলা হয়ে ওঠে না
তাই বুঝি দুজনে দুজন
দেখা হয়েই হল না
এই আকাশের ভালবাসায়
কি বা আর এসে যায়
তবু ভালোবেসেই যাবো তুমি আমি
যত আসা ফিরে পাবার
পুড়ে পুড়ে হল ছাই
মন বলে দুরেই থাকি
সেই ভালো ফিরে যাই
এই আকাশের ভালোবাসায়
কি বা আর এসে যায়
তবু ভালোবেসেই যাবো তুমি আমি
কোথায় তুমি কোথায় আমি
এই আকাশের নিচে
কোথায় তুমি কোথায় আমি
এই আকাশের নিচে
এই আকাশের ভালোবাসা
কি বা আর এসে যায়?
তবু ভালোবেসেই যাবো তুমি আমি
তবু ভালোবেসেই যাবো তুমি আমি
Login to comment login