অভিমানে থাকতে বলিনি
কি করে ভূলি তুমি আমার ছিলে
আমারই ছিলে এই হৃদয় জুড়ে
এখন এখানে অথৈ আঁধার
নিরবতাই আছে সঙ্গী হয়ে
কি করে ভূলি তুমি আমার ছিলে
আমারই ছিলে এই হৃদয় জুড়ে
এখন এখানে অথই আঁধার
নিরবতাই আছে সঙ্গী হয়ে
ভূলে গেছো তুমি
কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি
অভিমানে থাকতে বলিনি
ভূলে গেছো তুমি
কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি
অভিমানে থাকতে বলিনি
চোখের বর্ষার আপন হবে কোনদিন
ভাবিনি
বিরহ স্মৃতি সঙ্গী হবে কখনো
বুঝিনি
কে এসে দাঁড়াবে পাশে এখন
অভিমানেও কাউকেই ডাকিনি
ভূলে গেছো তুমি
কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি
অভিমানে থাকতে বলিনি
ভূলে গেছো তুমি
কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি
অভিমানে থাকতে বলিনি
কতটুকু দোষ ছিল আমার বলে যে
যাওনি
কি নিয়ে থাকবো বেঁচে যে আমি
কখনো ভাবনি
কে এসে দাঁড়াবে পাশে এখন
অভিমানেও কাউকেই ডাকিনি
ভূলে গেছো তুমি কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি অভিমানে থাকতে বলিনি
কি করে ভূলি তুমি আমার ছিলে
আমারই ছিলে এই হৃদয় জুড়ে
এখন এখানে অথৈ আঁধার
নিরবতাই আছে সঙ্গী হয়ে
কি করে ভূলি তুমি আমার ছিলে
আমারই ছিলে এই হৃদয় জুড়ে
এখন এখানে অথৈ আঁধার
নিরবতাই আছে সঙ্গী হয়ে
ভূলে গেছো তুমি
কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি
অভিমানে থাকতে বলিনি
ভূলে গেছো তুমি
কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি
অভিমানে থাকতে বলিনি
ভূলে গেছো তুমি
কিছুই বন্ধু আমি ভূলিনি
চলে গেছো তুমি
অভিমানে থাকতে বলিনি
Login to comment login