দূরে বসে আছি
দূরে বসে আছো বুক জোড়া ভালবাসা
হেলায় ফেলায়
রৌদ্রের লুকোচুরি চিবুকের গোপনে
লুকিয়ে রেখেছো
তুমি হাসছো মানুষের সামনে
তুমি হাসছো মানুষের সামনে
হৃদয়ে কিন্তু খুঁজছো আমাকে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
সূর্যের ইতিকথা - মন ভরা উষ্ণতা
বেলায় অবেলায়
সন্ধ্যার পায়চারী - আমার এই অন্তরে
সাজিয়ে দিয়েছো
তুমি হাসছো মানুষের সামনে
তুমি হাসছো মানুষের সামনে
হৃদয়ে কিন্তু খুঁজছো আমাকে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
ঝর্ণার বয়ে চলা - কি ভীষণ আনমনা
আশায় আশায়
গোধূলীর লালসীমা - দু’চোখের ক্যানভাসে
জড়িয়ে ফেলেছো
তুমি হাসছো মানুষের সামনে
তুমি হাসছো মানুষের সামনে
হৃদয়ে কিন্তু খুঁজছো আমাকে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
রে বসে আছো বুক জোড়া ভালবাসা
হেলায় ফেলায়
রৌদ্রের লুকোচুরি চিবুকের গোপনে
লুকিয়ে রেখেছো
তুমি হাসছো মানুষের সামনে
তুমি হাসছো মানুষের সামনে
হৃদয়ে কিন্তু খুঁজছো আমাকে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
অনেক অনেক কাছে
Login to comment Login